যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে-
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে.
অর্ধেক পুর্ণিমা রাতে-মেঘের আড়ালে
আকাশের লুকোচুরি খেলা-নির্ঘূম রাত শেষে
চাঁদের ফাসিঁ হয়-সূর্যের আশীর্বাদে
ক্লান্ত প্রভাতে-সূর্যের আশীর্বাদে
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই
রাত জাগা অজস্র তারা বানাই আলোর সেতু
নিরব রাতে-নিরবতা ভাঙ্গে
উড়ন্ত ধূমকেতু-ছায়াপথ ধরে
আমি হেঁটে যাই-অসীম আমি,
ঈশ্বরের মত ভবঘুরে-স্বপ্নগুলো
রাতের অরণ্যে ভোজসভায়-উৎ সবে মাতে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে.
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে-
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে-
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে, সেই পথে
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে-
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে
পথ ধরে আমি হেঁটে যাই-অসীম আমি
ঈশ্বরের মত ভবঘুরে-স্বপ্নগুলো
রাতের অরণ্যে ভোজসভায়-উৎ সবে মাতে
একা আমি একলা রাতে
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে.
সমাপ্ত
Monday, February 28, 2011
যে পথে পথিক নেই
নিস্পাপ আমি
নিস্পাপ আমি-কি করে বলিস?
কি করে বলিস কোন-অন্যায় আমি করি নাই
নিস্পাপ আমি-চোখে চোখ রেখে বল
বুকে হাত দিয়ে বল-কোন অন্যায় করি নাই ও ভাই
ওই একজন যার উপরে কোন উপাস্য নাই
সেই জানে সব যার ইশারাই সব চলছে
ও...আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই
আমায় একটা মানুষ দেখা যে পাপী না. ও...হো
তুই ক্ষমাহীন অপরাধ করেও-সেই পাপকে অস্বীকার করিস
তুই ভুলে যাস তুই আদম-মাটি দিয়ে গড়া
মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা-সমান কথা জেনেও কেন
শুধু লোভের চোরাবালি-স্পশ’ করা
ওই একজন যার উপরে কোন উপাস্য নাই
সেই জানে সব যার ইশারাই সব চলছে
ও...আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই
আমায় একটা মানুষ দেখা যে পাপী না-
ও...আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই
আমায় একটা মানুষ দেখা যে পাপী না.
নিস্পাপ আমি-কি করে বলিস?
কি করে বলিস কোন-অন্যায় আমি করি নাই
নিস্পাপ আমি-চোখে চোখ রেখে বল
বুকে হাত দিয়ে বল-কোন অন্যায় করি নাই ও ভাই
ওই একজন যার উপরে কোন উপাস্য নাই
সেই জানে সব যার ইশারাই সব চলছে
ও...আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই
আমায় একটা মানুষ দেখা যে পাপী না.
ও...আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই
আমায় একটা মানুষ দেখা যে পাপী না. ও...হো
লা লা রা লা লা লা রা লা লা লা রা লা
ও...হো, আ…হা, যে পাপ করে নাই
আ…হা, ও...হো, যে পাপ করে নাই
যে পাপী না…যে পাপী না...যে পাপী না...
সমাপ্ত
দেবদাস, বোলনা আমায়
আরো গভীরে-যদি যেতে, আমার প্রতি ভাবনা
আবেগী খেলা খেলেছে কে, জীবন নিয়ে আমার
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস, বোলনা–আমায়
দেবদাস, বোলনা আমায়.
তানপুরাটা বাজেনা সুরে
এ জীবন সেতো ছিঁড়ে যাওয়া তার
নিঃস্ব করে আজ যেয়ে বহুদুরে
হতে চাইনা-তার করুনা
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস, বোলনা–আমায়
দেবদাস, বোলনা আমায়.
ওওও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
তুন তান তুন তান শব্দে বাজেনা সে আর
জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
ঈশাদে স্বরলিপি যা
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস, বোলনা–আমায়
দেবদাস, বোলনা আমায়
দেবদাস, বোলনা আমায়
দেবদাস, বোলনা আমায়.
সমাপ্ত
দুঃখিনী দুঃখ করো না
চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ-রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি, এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী, দুঃখিনী.
আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু, চেয়ে দেখো সাতরং
দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী, দুঃখিনী.
মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী, দুঃখিনী.
রা রা রা রা রা রা রা
রা রা রা রা রা রা রা রা রা
দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী, দুঃখিনী-
দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী, দুঃখিনী.
সমাপ্ত
তোমারি কারণে শূন্য থেকে
তোমারি কারণে শূন্য থেকে আবার শুরু করা
তোমারি ভরসাতে নিয়ম ভেঙ্গে আবার নিয়ম গড়া
তবু হঠাৎ কেন স্বপ্ন ভাঙ্গে, প্রশ্ন জাগে
কেন এতটা পথ এসে দেখি
তুমি নাই-পাশে নাই-কিছু নাই,
তোমারি কারণে শূন্য থেকে আবার শুরু করা
তোমারি ভরসাতে নিয়ম ভেঙ্গে আবার নিয়ম গড়া
তবু হঠাৎ কেন স্বপ্ন ভাঙ্গে, প্রশ্ন জাগে
কেন এতটা পথ এসে দেখি
তুমি নাই-পাশে নাই-কিছু নাই.
এলোমেলো ভাবনাতে-বন্দি আমার জীবন
তুমি এক পলকেই একেঁছিলে-ভালবাসার ছবি,
এলোমেলো ভাবনাতে-বন্দি আমার জীবন
তুমি এক পলকেই একেঁছিলে-ভালবাসার ছবি
তবু হঠাৎ কেন স্বপ্ন ভাঙ্গে, প্রশ্ন জাগে
কেন এতটা পথ এসে দেখি
তুমি নাই-পাশে নাই-কিছু নাই.
অধিকারের সীমারেখা-বেঁধে রাখার ছলে
আমি হারিয়েছিলাম নিজেকে-তোমার আঁচলে,
অধিকারের সীমারেখা-বেঁধে রাখার ছলে
আমি হারিয়েছিলাম নিজেকে-তোমার আঁচলে
তবু হঠাৎ কেন স্বপ্ন ভাঙ্গে, প্রশ্ন জাগে
কেন এতটা পথ এসে দেখি
তুমি নাই-পাশে নাই-কিছু নাই
তোমারি কারণে শূন্য থেকে আবার শুরু করা
তোমারি ভরসাতে নিয়ম ভেঙ্গে আবার নিয়ম গড়া
তবু হঠাৎ কেন স্বপ্ন ভাঙ্গে, প্রশ্ন জাগে
কেন এতটা পথ এসে দেখি
তুমি নাই-পাশে নাই-কিছু নাই
তুমি নাই-পাশে নাই-কিছু নাই
তুমি নাই-পাশে নাই-কিছু নাই.
সমাপ্ত
কিছু ভুল ছিল তোমার
কিছু ভুল ছিল তোমার কিছু আমার
তুমি করোনি স্বীকার বন্ধু আমি করেছি
একসাথে চলতে-কথা বলতে
কতো ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক-তুমি বোঝনি
যদি স্বীকার করতে বন্ধু তুমি হতে জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম তুমি জয়ী-
যদি স্বীকার করতে বন্ধু তুমি হতে জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম তুমি জয়ী.
এই ছন্নছাড়া-অগোছালো জীবনে
কেন এসেছিলে সব সাজাতে-হায়, কি জানে
সব গড়েছো তুমি-আবার ভেঙ্গেছো নিজেই
রেখে গেছো আমাকে-বিস্মৃতির অবগাহনে
যদি স্বীকার করতে বন্ধু তুমি হতে জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম তুমি জয়ী-
যদি স্বীকার করতে বন্ধু তুমি হতে জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম তুমি জয়ী.
যদি স্বীকার করতে বন্ধু তুমি হতে জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম তুমি জয়ী-
যদি স্বীকার করতে বন্ধু তুমি হতে জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম তুমি জয়ী.
সমাপ্ত
লিখতে পারিনা কোন গান
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া
কিযে যন্ত্রনা এই পথচলা, কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ সৃতি তোমাকে ঘিরে তুমি জানোনা-
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া
কিযে যন্ত্রনা এই পথচলা, কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ সৃতি তোমাকে ঘিরে তুমি জানোনা.
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের স্বীমান্তে ছিলো সুখ ছড়িয়ে-
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের স্বীমান্তে ছিলো সুখ ছড়িয়ে
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ সৃতি তোমাকে ঘিরে তুমি জানোনা
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া.
আকাশে চাঁদ ছিলো একা-পাহাড়ি ঝরনাঝরা
তাদের মনেতে ব্যাথা ছিলো কিনা বুঝিনি-
আকাশে চাঁদ ছিলো একা-পাহাড়ি ঝরনাঝরা
তাদের মনেতে ব্যাথা ছিলো কিনা বুঝিনি
সে ব্যাথা বোঝার আগে-হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হ্রদয়ে
কিযে বেদনা তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা কোন দিন-বুঝি হলোনা
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া
কিযে যন্ত্রনা এই পথচলা, কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ সৃতি তোমাকে ঘিরে তুমি জানোনা
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া.
সমাপ্ত
শেষ দেখা (নীরবে অভিমানী নিভৃতে)
নীরবে অভিমানে নিভৃতে
করেছ তিলে তিলে নিজেকে শেষ
কেন বলো পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ
বন্ধু ভেঙে ফেল এই কারাগার
খুলে দাও…সে হৃদয়ে প্রণয়ের দ্বার
আআ..হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান-
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান.
হতেও পারে আমাদের এই মিলনমেলাই এক ইতিহাস
হতেও পারে তোমার শীতল চোখটাই যেন এক উচ্ছ্বাস
হতেও পারে বিষাদের এই জনপথ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু নীরবতায় সে ব্যর্থ
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান-
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান.
দুঃখ আমার সাথেই আছে
তবু দেখ দুঃখী আমি নইতো
ডাক দিয়ে যায় প্রণয় মেলা
এতেই নিহিত সুখ হয়তো
কিসের এত দুঃখ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ
পৃথিবীতে বলো বাঁচবে কদিন
সময়টাতো বড় অল্প
নীরবে অভিমানে নিভৃতে
করেছ তিলে তিলে নিজেকে শেষ
কেন বলো পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ
বন্ধু ভেঙে ফেল এই কারাগার
খুলে দাও…খুলে দাও সে হৃদয়ে প্রণয়ের দ্বার
আআ..হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান-
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান.
সমাপ্ত
যেখানেই থাকো তুমি
যেখানেই থাকো তুমি যাও যত দূর
সেখানে পৌছে যাবে আমার এ সুর-
যেখানেই থাকো তুমি যাও যত দূর
সেখানে পৌছে যাবে আমার এ সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তেরো নদী সাত সমুদ্দুর, তেরো নদী সাত সমুদ্দুর.
মেঘের বারণ ভুলে- যেখানে তোমার চুলে
খেলা করে এখনো দুপুর-
মেঘের বারণ ভুলে- যেখানে তোমার চুলে
খেলা করে এখনো দুপুর
সেখানে পৌছে যাবে আমার এ সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তেরো নদী সাত সমুদ্দুর, তেরো নদী সাত সমুদ্দুর.
যেখানে গভীর রাতে-হাতের পরশে হাতে
চুড়ি বাজে ঝানাঝানা ঝুর-
যেখানে গভীর রাতে-হাতের পরশে হাতে
চুড়ি বাজে ঝানাঝানা ঝুর-
সেখানে পৌছে যাবে আমার এ সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তেরো নদী সাত সমুদ্দুর, তেরো নদী সাত সমুদ্দুর.
যেখানেই থাকো তুমি যাও যত দূর
সেখানে পৌছে যাবে আমার এ সুর-
যেখানেই থাকো তুমি যাও যত দূর
সেখানে পৌছে যাবে আমার এ সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তেরো নদী সাত সমুদ্দুর, তেরো নদী সাত সমুদ্দুর.
সমাপ্ত
মীরাবাঈ
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা-দেহ দোলানা
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা-দেহ দোলানা
মীরাবাঈ
হেইলা, দুইলা, হেইলা-দরবার নাচায়
মীরাবাঈ
হেইলা, দুইলা, হেইলা-দরবার নাচায়.
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা-দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে-দেহ ঝোকা না.
বাঁকা ঠোঁটের হাসিতে, হরিণী চোখের ইশারায়
সারা অঙ্গে ঢেউ তুলিয়া
থমক থমক কোমর দোলাইয়া
মীরাবাঈ…
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা-দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে-দেহ ঝোকা না.
বুনো ফুলের সুবাসে, বিরহী মনের কামনায়
সারা জলসায় মাতম উঠাইয়া
ঝনন ঝনন ঘুঙুর বাজাইয়া
মীরাবাঈ…
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা-দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে-দেহ ঝোকা না.
মীরাবাঈ
হেইলা, দুইলা, হেইলা-দরবার নাচায়
মীরাবাঈ
হেইলা, দুইলা, হেইলা-দরবার নাচায়.
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা-দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে-দেহ ঝোকা না
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা-দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে-দেহ ঝোকা না
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা-দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে-দেহ ঝোকা না
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা-দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে-দেহ ঝোকা না
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা-দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে-দেহ ঝোকা না.
সমাপ্ত
সমাধি (ঐ ওপারের ডাক)
ঐ ওপারের ডাক, এসে গেছে
শেষ খেঁয়া বুঝি হবে পাড়ি দিতে
তুমি আসনি অভিমানী, এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে.
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে-
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে.
অস্তাচলে সূর্য ডুবে গেলে
ফিরিয়ে, তাকে কি আনা যায়
ব্যাথার দীর্নতা তোমায় ভাবাবে
বুঝবে একজন ছিল ভালোবাসত তোমায়.
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে-
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে.
লোনাজলে প্রাণহীন অপ্সরী
হয়তো দুচোখ তোমার ভিজে উঠবে
তখন আমি অনেক অনেক দূরে
পৃথিবীকে তোমার অসহনীয় মনে হবে.
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে-
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে.
ঐ ওপারের ডাক, এসে গেছে
শেষ খেঁয়া বুঝি হবে পাড়ি দিতে
তুমি আসনি অভিমানী, এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে.
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে-
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে.
সমাপ্ত
মন তো কাচেরই আয়না
আমি গান গাইলেই, গান গাইলেই
যদি চোখে আসে শ্রাবনের ধারা
তবে মার্জনা কোরো আমায়
ক্ষমা কোরো এই গান শুনছো যারা
মন তো কাঁচেরই আয়না, ভাঙ্গলে জোড়া লাগেনা-
মন তো কাঁচেরই আয়না, ভাঙ্গলে জোড়া লাগেনা
ভালবাসা অন্য নামে বেদনা
অন্য নামে সে বিরহেরই আরাধনা.
যার তরে সারাটা জীবন-বুকের ভেতরটা জ্বলে
অন্ধ সে হৃদয় দিগন্ত-ডুবলাম নিরাশার জলে
মন তো কাঁচেরই আয়না, ভাঙ্গলে জোড়া লাগেনা
ভালবাসা অন্য নামে বেদনা
অন্য নামে সে বিরহেরই আরাধনা.
কতভাবে সে উদাহারণ-হয়ে আসে আমার গানে
তবুও সব শূন্য লাগে-লাগে আধাঁরের টানে
মন তো কাঁচেরই আয়না, ভাঙ্গলে জোড়া লাগেনা
ভালবাসা অন্য নামে বেদনা
অন্য নামে সে বিরহেরই আরাধনা.
আমি গান গাইলেই, গান গাইলেই
যদি চোখে আসে শ্রাবনের ধারা
তবে মার্জনা কোরো আমায়
ক্ষমা কোরো এই গান শুনছো যারা
মন তো কাঁচেরই আয়না, ভাঙ্গলে জোড়া লাগেনা-
মন তো কাঁচেরই আয়না, ভাঙ্গলে জোড়া লাগেনা
ভালবাসা অন্য নামে বেদনা
অন্য নামে সে বিরহেরই আরাধনা.
সমাপ্ত
মাঝে মাঝে নিজেকে
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন-
মাঝে মাঝে নিজেকে বড় শূন্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরে সাদা কাফন
ও...থেমে যাই, ভেঙ্গে যাই-জীবনের কোলাহল
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন
হ্রদয়ের মাঝে সিংহাসনে-রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়-সে আছে আজ অনেক দূরে-
হ্রদয়ের মাঝে সিংহাসনে-রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়-সে আছে আজ অনেক দূরে
ও...থেমে যাই, ভেঙ্গে যাই-জীবনের কোলাহল
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন
আশার নয়ন সাগরেতে-ভাসিয়েছিলাম যে সুখের তরী
জেনেছি অনেকটা পথ এসে-মিথ্যে সকল আয়োজন-
আশার নয়ন সাগরেতে-ভাসিয়েছিলাম যে সুখের তরী
জেনেছি অনেকটা পথ এসে-মিথ্যে সকল আয়োজন
ও...থেমে যাই, ভেঙ্গে যাই-জীবনের কোলাহল
........................ বড় একা লাগে
........................ কথোপকথন
ও...থেমে যাই, ভেঙ্গে যাই-জীবনের কোলাহল
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন.
সমাপ্ত
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেওনা, ভালোবেসে চলে যেতে নেই
পথ ছেড়ে যেতে পারো দূরে
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে
জোছনার দীপালিতে ব্যাথাগুলো-
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই
ভালোবেসে চলে যেওনা, ভালোবেসে চলে যেতে নেই.
সূর্যের কাছে সমঝতা ছিঁড়ে-এসেছিল ঝড়
শাখা প্রশাখার সাথে ঝরে গেছে অবুঝ পাতাআআ
তবু শেকড়ের মায়া জালে-রয়ে গেছে সে, রয়ে গেছে সে
সূর্যের আদরে-ব্যাথাগুলো, সূর্যের আদরে-ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই
ভালোবেসে চলে যেওনা, ভালোবেসে চলে যেতে নেই.
সেই বয়ে যাওয়া সাগরের,
ঝরে যাওয়া সবুজের প্রেম ছুয়ে
পাখিদের ডানায় ভেসে ফিরে আসো, ফিরে আসো
যেখানে তোমার আমি সেই
ভালোবেসে চলে যেওনা, ভালোবেসে চলে যেতে নেই
পথ ছেড়ে যেতে পারো দূরে
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে
জোছনার দীপালিতে ব্যাথাগুলো-
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই
ভালোবেসে চলে যেওনা, ভালোবেসে চলে যেতে নেই.
সমাপ্ত
বদলাইনি শুধু আমি
পৃথিবী বদলে গেছে, বদলে গিয়েছো তুমি
বদলাইনি বদলাইনি শুধু আমি-
পৃথিবী বদলে গেছে, বদলে গিয়েছো তুমি
বদলাইনি বদলাইনি শুধু আমি.
চেনা শহরটা পাল্টে গেল
নেই সে পথটা আগের মত
পোশাকের মতো সব পুরোনো করে
পাল্টালে তুমিও ঠিক তত
তোমার হ্রদয়টা হয়েছে ক্ষয়
এখন অনেক তুমি দামি
বদলাইনি বদলাইনি শুধু আমি-
বদলাইনি বদলাইনি শুধু আমি.
যেমন কথা ছিলো তেমনি আছি
তোমাতেই ভিন্ন সুখের বসবাস
আমার আকাশটা এখনও নীল
পাল্টে গেল শুধু তোমার আকাশ
ওই নীল আকাশে স্বপ্ন উড়াও
চাষ করো নতুন এক জমি
বদলাইনি বদলাইনি শুধু আমি-
বদলাইনি বদলাইনি শুধু আমি.
পৃথিবী বদলে গেছে, বদলে গিয়েছো তুমি
বদলাইনি বদলাইনি শুধু আমি-
পৃথিবী বদলে গেছে, বদলে গিয়েছো তুমি
বদলাইনি বদলাইনি শুধু আমি.
বদলাইনি বদলাইনি শুধু আমি-
বদলাইনি বদলাইনি শুধু আমি.
সমাপ্ত
বন্ধু
আরো কিছুক্ষন কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে-
আরো কিছুক্ষন কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে.
বলবে কি শুধু ভালবাসি তোমাই
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা-
মুছে ফেলে সব জড়তা.
আরো কিছুক্ষন কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে.
কাজল সে চোখের অতল গভীরে
হারিয়ে যে আমি একাকার
মিস্টি সে সুরের রিনিঝিনি কাঁপন
দিয়েছে যে আমায় পরোপার
বলবে কি শুধু ভালবাসি তোমাই
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা-
মুছে ফেলে সব জড়তা.
আরো কিছুক্ষন কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে.
সাগরের বুকে উড়ে যাই গাংচিল
তুমি যেন তার ঠিকানা
জীবনের পথে একেঁ যাই যার ছবি
তুমি যেন তার উপমা
বলবে কি শুধু ভালবাসি তোমাই
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা-
মুছে ফেলে সব জড়তা
কিছুক্ষন কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে-
আরো কিছুক্ষন কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে.
বলবে কি শুধু ভালবাসি তোমাই
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা-
মুছে ফেলে সব জড়তা
কিছুক্ষন কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে.
সমাপ্ত
ফুল নেবে না অশ্রু নেবে
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু-
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু
যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়
এই দু’চোখের ভরে উঠা জলধারা
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু-
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু.
যদি তুমি না আসো-এ হ্রদয় গহীনে
বিশ্বাসে লাভ কি-পচা কোন কারণে
দেরী নয়, দেরী নয় সুন্দরীতমা
চিৎ কার করে বলো-ভাল নেই তুমি ছাড়া
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু-
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু.
শুধু তোমার সম্মতিতে-পৃথিবী আমার হাসে
বুঝবে সে জন শুধু-যে মানুষ ভালবাসে
দেরী নয়, দেরী নয় সুন্দরীতমা
চিৎ কার করে বলো-ভাল নেই তুমি ছাড়া
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু-
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু.
যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়
এই দু’চোখের ভরে উঠা জলধারা
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু-
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু.
সমাপ্ত
তুমি জানলেনা
তুমি জানলেনা আমার হাসির আড়ালে
কত যন্ত্রনা, কত বেদনা, কত যে দুঃখ বোনা-
তুমি জানলেনা আমার হাসির আড়ালে
কত যন্ত্রনা, কত বেদনা, কত যে দুঃখ বোনা.
পাহাড়ের কান্নাকে-ঝরণা সবাই বলে
সেই ঝরণা ধারায় পাহাড়-কষ্টের নদী বয়ে চলে
আমাকে দেখেছো তুমি-দেখোনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুড়ে-হয়ে গেছে তা ক্ষয়
এতদিন পাশে থেকেও হায়, আ...হা...হা
বোঝনি পাথরের নীরবতা…তুমি জানলেনা
তুমি জানলেনা আমার হাসির আড়ালে
কত যন্ত্রনা, কত বেদনা, কত যে দুঃখ বোনা-
তুমি জানলেনা আমার হাসির আড়ালে
কত যন্ত্রনা, কত বেদনা, কত যে দুঃখ বোনা.
……………তুমি জানলে এ এ এ এ না
সমাপ্ত
জেমসের গানসমূহ –
কিছু ভুল ছিল তোমার
তুমি জানলেনা
তোমারি কারণে শূন্য থেকে
দুঃখিনী দুঃখ করো না
দেবদাস, বোলনা আমায়
নিস্পাপ আমি
ফুল নেবে না অশ্রু নেবে
বন্ধু
বদলাইনি শুধু আমি
ভালোবেসে চলে যেওনা
মাঝে মাঝে নিজেকে
মন তো কাচেরই আয়না
মীরাবাঈ
যেখানেই থাকো তুমি
যে পথে পথিক নেই
লিখতে পারিনা কোন গান
শেষ দেখা (নীরবে অভিমানী নিভৃতে)
সমাধি (ঐ ওপারের ডাক)