Monday, February 28, 2011

নিস্পাপ আমি

শিল্পীঃ জেমস

নিস্পাপ আমি-কি করে বলিস?
কি করে বলিস কোন-অন্যায় আমি করি নাই
নিস্পাপ আমি-চোখে চোখ রেখে বল
বুকে হাত দিয়ে বল-কোন অন্যায় করি নাই ও ভাই
ওই একজন যার উপরে কোন উপাস্য নাই
সেই জানে সব যার ইশারাই সব চলছে
ও...আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই
আমায় একটা মানুষ দেখা যে পাপী না. ও...হো

তুই ক্ষমাহীন অপরাধ করেও-সেই পাপকে অস্বীকার করিস
তুই ভুলে যাস তুই আদম-মাটি দিয়ে গড়া
মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা-সমান কথা জেনেও কেন
শুধু লোভের চোরাবালি-স্পশ’ করা
ওই একজন যার উপরে কোন উপাস্য নাই
সেই জানে সব যার ইশারাই সব চলছে
ও...আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই
আমায় একটা মানুষ দেখা যে পাপী না-
ও...আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই
আমায় একটা মানুষ দেখা যে পাপী না.
নিস্পাপ আমি-কি করে বলিস?
কি করে বলিস কোন-অন্যায় আমি করি নাই
নিস্পাপ আমি-চোখে চোখ রেখে বল
বুকে হাত দিয়ে বল-কোন অন্যায় করি নাই ও ভাই
ওই একজন যার উপরে কোন উপাস্য নাই
সেই জানে সব যার ইশারাই সব চলছে
ও...আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই
আমায় একটা মানুষ দেখা যে পাপী না.
ও...আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই
আমায় একটা মানুষ দেখা যে পাপী না. ও...হো
লা লা রা লা লা লা রা লা লা লা রা লা
ও...হো, আ…হা, যে পাপ করে নাই
আ…হা, ও...হো, যে পাপ করে নাই
যে পাপী না…যে পাপী না...যে পাপী না...

সমাপ্ত