Sunday, January 2, 2011

রবীন্দ্র সঙ্গীতের গানসমূহ -


আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
আজি ঝরো ঝরো মুখরিত বাদল দিনে
আমি কান পেতে রই
আমার ও পরান ও যাহা চায়
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
আমার সকল দুঃখের প্রদীপ
আমার খেলা যখন ছিল
আমার সকল দুখের প্রদীপ
একটুকু ছোঁয়া লাগে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
জাগরনে যায় বিভাবরী
ডাকব না ডাকব না
তোমায় নতুন করেই পাব বলে
তোমার খোলা হাওয়া
দিবস রজনী, আমি যেন কার
পুরানো সেই দিনের কথা
বাদল-দিনের প্রথম কদম ফুল
বধু কোন আলো লাগলো চোখে
বড় আশা করে এসেছি
ভালবেসে সখি নিভৃতে যতনে
মায়াবন বিহারীনি হরিনী
মোর বীনা ওঠে কোন সূরে বাজি
মোর ভাবনারে কি হাওয়ায়
সুখে আমায় রাখবে কেন
সখি, বহে গেল বেলা
সখী, ভাবনা কাহারে বলে