Sunday, January 2, 2011

সখি, বহে গেল বেলা

রবীন্দ্র সঙ্গীত
সখি, বহে গেল বেলা, শুধু হাসি খেলা একি আর ভাললাগে ।

আকুল তিয়াস, প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে ।।
কবে আর হবে থাকিতে জীবন আঁখিতে আঁখিতে মদির মিলন -
মধুর হুতাসে মধুর দহন নিতি-নব আনুরাগে ।।

তরল কোমল নয়নের জল, নয়নে উঠিবে ভাসি ,
সে বিষাদনীরে ণিবে যাবে ধীরে প্রখর চপল হাসি
উদাস নিঃশ্বাস আকুলি উঠিবে , আশা নিরাশায় পরাণ টুটিবে-
মরমের আলো কপোলে ফুটিবে শরম অরুণরাগে ।।

সমাপ্ত