Sunday, January 2, 2011

আমার সকল দুঃখের প্রদীপ

রবীন্দ্র সঙ্গীত
আমার সকল দুঃখের প্রদীপ
জ্বেলে দিবস
গেলে করব নিবেদন

আমার ব্যথার পুজা হয়নি সমাপন

যখন বেলা শেষের ছায়ায়
পাখিরা যায় আপন কুলায় মাঠে
সন্ধ্যা পুজার ঘন্টা যখন বাজে

তখন আপন শেষই কাজে জালবে
এই জীবন

আমার ব্যথার পুজা হবে সমাপন
আমার সকল দুঃখের প্রদীপ

অনেক দিনের অনেক কথা ব্যকুলতা
বাধা দে দোল ও দোলে

মোদের মাঝে উঠেছে আজ ভোরে
যখন পুজার হোমানলে
উঠবে জলে একে একে তাঁরা

আকাশ স্তলে ছুটবে বাধন হারা

অস্ত রবির ছবির সাথে
মিটবে আয়োজন

আমার ব্যথার পুজা হবে সমাপন
আমার সকল দুঃখের প্রদীপ

জ্বেলে দিবস
গেলে করব নিবেদন

সমাপ্ত