Sunday, January 2, 2011

আমার খেলা যখন ছিল

রবীন্দ্র সঙ্গীত
আমার খেলা যখন ছিল তোমার সনে
তখন কে তুমি তা কে জানত
তখন ছিল না ভয় , ছিল না লাজ মনে
জীবন বহি যেত অশান্ত
খেলা যখন ছিল তোমার সনে

তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত
যেনো আমার আপন সখার মত …….. (২বার)
হেঁসে তোমার সাথে
ফিরেছিলেম ছুটে সেদিন
কত না মন বনান্ত
খেলা যখন ছিল তোমার সনে

ওগো সেদিন তুমি গাইতে যেসব গান
কোন ও অর্থ তাহার কে জানত
শুধু সঙ্গে তারই গাইত আমার প্রান
সদা নাচত হৃদয় অশান্ত ……(২বার)

হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি
স্তব্দ আকাশ নিরব শশী রবী…..(২বার)

তোমার চরন পানে নয়ন করি নত
ঘুমুন তাড়িয়ে আছে একান্ত

খেলা যখন ছিল তোমার সনে
তখন কে তুমি তা কে জানত
তখন ছিল না ভয় , ছিল না লাজ মনে
জীবন বহি যেত অশান্ত
খেলা যখন ছিল তোমার সনে ।

সমাপ্ত