Thursday, February 28, 2013

১২৪. কি ভাবনা নিয়ে

লেখার সময়ঃ ১৪-০১-২০০৪, বুধবার, সকাল ০৭.০০ মিঃ

ভেবে মানুষ নাকি যন্ত্র –
ভালবাসার নিবিড় সফলতায়
পড়ে যাচ্ছ অবিরাম মন্ত্র।

নিয়ে সার্থকতা নাকি ব্যর্থতা –
আশার দ্বারে জাগিয়ে দিয়ে
বুঝিয়েছ জীবনের অর্থটা।

ভেবে ভাল নাকি মন্দ –
ভালবাসা দিয়ে উঠালে সূর্য
ফিরিয়ে দিলে জীবনের ছন্দ।

নিয়ে সুখ নাকি জ্বালা –
কোন আশার প্রদীপ তলে
পড়লে আমার ভালবাসার মালা।

ভেবে নিশ্চল নাকি সচল –
ভালবাসার বাঁধনে অমর করালে
এ মনের ইচ্ছা ও মনোবল।।

সমাপ্ত