আঠারো বসন্ত পেরিয়ে এলাম
এ-লোনা মনে বসন্ত,
হেমন্তের উৎসব গানে, শীতের অবসানে
হয়েছে এমন ক্লান্ত।
ভাবনাগুলো আজ হারিয়ে গেছে
বেড়েছে কষ্টের বোঝ,
আশার দ্বারে, সুখের ঘরে
মিলেনি মনের খোঁজ।
আবেগগুলো হারাতে চাই
কি ভাল কি মন্দ,
ভুলের খেয়ায়, মাতাল হাওয়ায়
জাগিয়ে তুলে ছন্দ।
মুক্ত পাখির মত জীবন
কোন কিছুতে নেই মানা,
জীবনের খেয়া তাই হাবুডুবু খায়
জানিনা কোথায় ঠিকানা।।
সমাপ্ত
Thursday, February 28, 2013
৭৪. অনিশ্চিত ঠিকানা
লেখার সময়ঃ ২৯-০৯-২০০২, রবিবার, সকাল ০৯.০০ মিঃ