Thursday, February 28, 2013

৭৮. জীবনের মৃত্যু

লেখার সময়ঃ ২৩-১০-২০০২, বুধবার, রাত্রি ০৯.০০ মিঃ

সাথী, আমি জীবন বলছি –

সেই জীবন- যে তোমার ভালবাসার
আকাশছোঁয়া পাহাড় চূড়ায়,
বরফ হয়ে জমেছিল
শুধু একটু সুখের আশায়।

যাকে নিজের স্বার্থ-সুখে
বারিধারা সাজিয়ে পদতলে ফেলে
করেছো চিরতরে ধ্বংস,
সেই আমি- তোমার ভালবাসার
পাহাড় হতে গড়িয়ে পড়া
ঝর্ণাধারার কিছু অংশ।

সেই জীবন- যে তোমার অতীত
দীর্ঘ জীবনের ডায়রিতে,
আবছা হয়ে চেনা যায় শুধু
অতীতটা স্মরণে এঁকে দিতে।

যাকে নিজের নিষ্ঠুরতায়
নদীর সাথে দিয়েছ ঠেলে
দাফন করে দিতে সাগরে,
সেই আমি- যে জীবনের
মৃত্যু হয়েছে তোমার অন্তরে
মনে রেখ সেটি যুগযুগ ধরে।।

সমাপ্ত