Wednesday, February 27, 2013

৩৯. প্রানের ভাষা

লেখার সময়ঃ ২১-০২-২০০২, বৃহস্পতিবার, রাত্রি ১১.০০ মিঃ

গ্রীষ্মের খরতাই, প্রখর রোদ্রে
মনটা যায় যখন মরে,
কেন জানি বারবার শুধু
তোমাকেই মনে পড়ে।

বর্ষার আগমনে প্রকৃতির সজীবতাই
শান্তির বার্তা বয়ে আনে,
আমার মনের সজীবতা ফিরে আসে
একটিবার তোমার স্মরণে।

শরতের শুভ্রতায়, কাশফুল বনে
বাতাস যখন দোলে,
তোমার কথা স্মরণ হলেই
মনটা ডানা মেলে।

হেমন্তের উৎসবে, ফসলের সমারোহে
মনের যত খুশি আনন্দ,
তুমি না এলে হারিয়ে যেত
এ জীবনের সকল ছন্দ।

শীতের সকালে কুয়াশার ঘোরে
চারিদিক যদি হয় কালো,
তোমার প্রদীপ মনের মাঝে
সারাক্ষণ দেয় আলো।

বসন্ত বাগানে কোকিলের ডাকে
সতেজতা যখন মনে,
মনের মাঝে থাক তুমি সারাক্ষণ
ভুলতে পারিনা কোন-ক্ষণে।

জীবনের চেয়ে বেশী ভালবাসি তোমাকে
তুমিই আমার সকল আশা,
সে কথা কি তুমি জেনেছ কখনও –
আমার প্রাণের “বাংলা ভাষা”।।

সমাপ্ত