Wednesday, February 27, 2013

১৩০. অসহনীয় ভার

লেখার সময়ঃ ১০-০২-২০০৪, মঙ্গলবার, সকাল ০৭.০০ মিঃ

শহর জীবনের মঞ্চে এসে
হয়েছে কত মুখ জানা-শোনা,
বিশেষ কোন মুখটি তবু
করেনি এতদিন আনাগোনা।

শত মানুষের ভিড়ের মাঝে
পেলাম যখন তোমার মুখ,
কর্মের ব্যস্ততায় ক্রান্তি ছাড়িয়ে
চাইলাম শান্তি, প্রকৃত সুখ।

তুমি সেই স্বপ্নের রানী
জীবনের ঠিকানায় প্রিয়জন,
তোমার জন্য মরতে পারি
ছাড়া-থাকতে পারিনা ক্ষণ।

ভালবাসা দিয়ে তাই করিও পূর্ণ
খোলনা কভু ঘৃণার দ্বার,
বইবো কাঁধে পৃথিবীটা তবু
পারবনা-তোমার সঙ্গহীন ভার।।

সমাপ্ত