আমি একাকী নির্জীব মন নিয়ে
বসে আছি মহানন্দার ধারে –
আমার ডানে ক্ষেত বামে চর
এপারে আপন জন্মভূমি ওপারে রয়েছে পর,
তারই মাঝে দুটি চোখের স্বপ্নে
বেঁধেছে তোমার ভালবাসার ঘর।
সুদূর আকাশে পাখির ঝাঁক
প্রকৃতির লীলায় নদীর বাঁক,
ভাবি সারাক্ষণ তোমাকে নিয়ে
খুঁজি ওই মনে প্রবেশের ফাঁক।
নদীর কূলে গাঙশালিকের দল
ব্যস্ত কৃষাণ আর হালের বল,
হাওয়াই চড়ে ভাবনায় হারিয়ে
ধরেছি আঁকড়ে নৌকার পাল।
হলুদের মেলা সরিষার ক্ষেতে
অপরূপ সৌন্দর্যে কাশফুল মেতে,
ছাড়তে পারি সাত রাজার ধন
শুধু তোমাকে এবুকে পেতে।
দুচোখের দৃষ্টিতে সবুজের মেলা
ফসলের শীষ করছে শুধু খেলা,
জীবনের চেয়ে বেশী ভালবাসি
তবু যায়না তোমায় কভু বলা।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
১২৭. বোবা মন
লেখার সময়ঃ ২৯-০১-২০০৪, বৃহস্পতিবার, সন্ধ্যা ০৫.০০ মিঃ