এমন বৃষ্টির দিনে
থাকতে চাইনা মন ঘরের কোনে
মনটা শুধু চাচ্ছে যেতে
বাইরের আলোর ভুবনে।
রিমঝিম শব্দে বৃষ্টি পড়ছে
মনের ভিতর সাড়া জাগাচ্ছে
বাইরের ভুবন হাতছানি দিয়ে ডাকছে
এতো তাদের ইচ্ছে।
এতো বৃষ্টি পড়ে তাই
বাইরে না যাওয়া যায়
মন তবু যে যেতে চাই
কি করি ভেবে না পাই।
কাগজ কলম নিয়ে হাতে
মন চাইলো কবিতা লিখিতে,
কবিতা লিখব বলে আসনে যেতে
ভাবিতে লাগিলাম কবিতা খুঁজে পেতে।
লিখে গেলাম কবিতা
বৃষ্টির আনন্দ,
কবিতা লিখিতে লিখিতেই
হয়ে গেল সান্ধ্য।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
০৭. বৃষ্টির দিনে
লেখার সময়ঃ ২৮-১২-১৯৯৭, রবিবার, বিকাল ০৪.৩০ মিঃ