Wednesday, February 27, 2013

৫১. শুধু তোমারই কারণে

লেখার সময়ঃ ১৮-০৪-২০০২, বৃহষ্পতিবার, রাত্রি ০১.০০ মিঃ

পশ্চিম গগণে সূর্যটা আজো উঠছে হেসে,
কিন্তু তুমি ছেড়ে গেছ আমায় ভালবেসে।
এমনের স্বপ্নগুলো চলেছে অজানা পথে ভেসে-
শুধু তোমারও কারণে।

কিচির মিচির কলরব আজো পাখিদের মুখে বাজে,
নিজেকে তুমি সাজিয়েছ নতুন এক সাজে।
এমনের প্রহর কাটছে একাকীত্বের মাঝে-
শুধু তোমারই কারণে।

নদীর স্রোত বইছে আজো আপন মনে,
উল্লাসে মেতে আছো তুমি প্রতিক্ষণে।
এমনের স্তব্ধতা তাই গতির প্রহর গনে-
শুধু তোমারই কারণে।

রাত্রি পাড়ি দিয়ে আজো ভোর আসে,
নতুন ভ্রমর আবারো তোমার পাশে হাসে।
এমনের অস্তিত্বটা অন্ধকারে ভাসে-
শুধু তোমারই কারণে।

মেঘ গুলো ছুটছে আজো অজানা ঠিকানায়,
ভালবাসার এমন জানা ছিলনা হায়।
এমনের সুখগুলো তাই মিথ্যে মনে হয়-
শুধু তোমারই কারণে।

কালের ঘড়ি চলছে আজো আপন সুরে,
তোমার দেওয়া কষ্টগুলো খাচ্ছে আমায় কুঁড়ে।
এমনের সজীবতা গেছে অঙ্কুরে মরে-
শুধু তোমারই কারণে।।

সমাপ্ত