এভাবে আর কতদিন
আর কতদিন কেটে যাবে-
হেলে হেলে, দুলে দুলে
নাচে নাচে, তালে তালে
দুঃখগুলো স্মরণে ভরে
শত যন্ত্রণা সহ্য করে।
ব্যথার সমাধি বুকে নিয়ে
অলসতায় গা ভাসিয়ে।
এভাবে আর কতদিন
আর কতদিন কেটে যাবে-
সুখের আশায় মনে মনে
ক্ষণে ক্ষণে, জনে জনে
শান্তিটুকু করুণা চেয়ে
সবাই আমায় দিল ফিরিয়ে।
ভালবাসার কৃপণতা এই পৃথিবীতে
চাইনা কেউ দুঃখের ভাগ নিতে।
এভাবে আর কতদিন
আর কতদিন কেটে যাবে-
কালে কালে, যাবে চলে
পুড়ে পুড়ে যাবে মরে
কষ্টের মাঝে একাকীত্ব
সঙ্গী হয়েছে আমার নিত্য।
পাইনা আজ কারো সান্ত্বনা
সারাক্ষণ করি মৃত্যুর কামনা।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
৫৩. আর কতদিন
লেখার সময়ঃ ২০-০৪-২০০২, শনিবার, সকাল ০৮.০০ মিঃ