Thursday, February 28, 2013

৮৮. নিরাশ মন বারবার

লেখার সময়ঃ ০৩-০১-২০০৩, শুক্রবার, সকাল ০৮.০০ মিঃ

তোমাকে জল ভেবে ছুটে গেলাম
মরুভূমির ওপারে, গিয়ে দেখি
ওটা ছিল মরীচিকা –
এমন চাতক পাখির মত
অপলকে তোমাতে চেয়ে রইল
তৃষ্ণার্ত মন নিয়ে- তবু তুমি
ফিরে চাইলেনা, একটিবারও চাইলেনা
আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম
তুমি চলে গেলে, তুমি চলে গেলে।।

তোমাকে নীল পদ্ম ভেবে ছুটে গেলাম
কাঁটার আঘাত সহ্য করে, গিয়ে দেখি
ওটা ছিল কচুরিপানা
এমন আহত পায়রা হয়ে
করুণার হাত বাড়িয়ে রইল
ক্ষুধার্ত মন নিয়ে, তবু তুমি
ফিরে চাইলেনা, একটিবারও চাইলেনা
আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম
তুমি চলে গেলে, তুমি চলে গেলে।।

তোমাকে রত্ন ভেবে ছুটে গেলাম
শতবন পেরিয়ে, গিয়ে দেখি
ওটা ছিল অগ্নিকুণ্ড
এমন বন্দী ময়নার মত
তিলতিল করে শেষ হয়ে গেল
অগ্নিদগ্ধ হয়ে, তবু তুমি
ফিরে চাইলেনা, একটিবারও চাইলেনা
আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম
তুমি চলে গেলে, তুমি চলে গেলে।।

সমাপ্ত