Wednesday, February 27, 2013

৩৭. হারানোর ভয়

লেখার সময়ঃ ২০-০১-২০০২, রবিবার, রাত্রি ১১.৩০ মিঃ

তোমাকে অনুরোধ করে ও যখন
আমার কথা রাখ নাই,
শূন্য হৃদয়ের হাহাকারে তখন
মনটা নিষ্ঠুর হয়ে উঠে হায়।

তোমার প্রতি অভিমানগুলো
মনেতে আগুন জ্বালায়,
তোমাকে দুখী ভাবতে গেলেই
মনটা কুঁড়ে কুঁড়ে খাই।

জানিনা কখন নিজ অজান্তে
দুঃখ দিয়ে ফেলি হায়,
তোমাকে দেয়া দুঃখগুলো
পরক্ষনে আমাকে কাঁদায়।

সারাক্ষণ শুধু কেঁদে ফিরি
তবু মনে শান্তি না পায়,
ঘুমাতে পারিনা সারা রাত্রি
যদি তোমাকে হারাতে হয়।

সবকিছু আমি হারাতে পারি
তোমাকে হারানো বড় দায়,
বিশ্বাস কর নাই বা কর
ভালবাসায় কোন মিথ্যে নাই।

তোমার জন্য মরতে পারি
নেই তাতে কোন সংশয়,
পারিনা কখনও ভুলতে তোমায়
শুধু তোমাকে হারানোর ভয়।

সমাপ্ত