Wednesday, February 27, 2013

৬৪. ভিন্ন তুমি

লেখার সময়ঃ ২৩-০৬-২০০২, রবিবার, সকাল ০৮.০০ মিঃ

স্বপ্ন-বিভোর তুমি
ডুবে আছো ঘুমের ঘোরে,
হঠাৎ এক দুঃস্বপ্ন
ভাঙ্গাবে তোমার ঘুম
জীবনের কোন মোড়ে।

মরীচিকা প্রিয় তুমি
মেতে আছো রঙের মেলাতে,
দেখবে জীবনের কোন বাঁকে
ভাঙ্গাবে তোমার ঘোর
হারাবে জীবনের খেলাতে।

ভালবাসার স্বার্থপর তুমি
ব্যস্ত আছো ভালবাসার খোঁজে,
নিজে ভালবাসা চাও ভুরিভুরি
অন্যে ভালবাসা চাইলে পারে
থাক চোখ কান বুজে।।

সমাপ্ত