Wednesday, February 27, 2013

৫৮. মরীচিকা তুমি

লেখার সময়ঃ ৩০-০৪-২০০২, মঙ্গলবার, রাত্রি ০৯.০০ মিঃ

আমি উড়েছি আকাশে, ভেসেছি বাতাসে
ধরে নামাতে চেয়েছি তারা,
ডুবেছি সাগরে, অতল গভীরে
তবু পাইনি তোমার সাড়া।

আমি প্রজাপতির রং ধরে, গাংচিলের ডানায় ভর করে
পৃথিবী করেছি ভ্রমণ,
গভীর নিদ্রায়, চেপেছে যখন ভয়
করেছি তোমায় স্মরণ।

আমি ফুলের সুগন্ধে, বৃষ্টির ছন্দে
খুঁজেছি তোমায় কত,
তাই দুঃখের অতলে, চোখের জলে
কষ্ট সয়েছি যত।

আসলে, মরুভূমির ওপারের মরীচিকা তুমি
তোমার অস্তিত্ব নাই,
আমি নিরাশ হয়ে মনের মরা
মরেছি শতবার তাই।।

সমাপ্ত