মনের কূলে আজ উঠেছে ঢেউ
আশে পাশে তাই নেই বুঝি কেউ।
তুমি ছিলে এজীবনে স্রোতের মত
তাইতো চলে গেছ দিয়ে দুঃখ যত।
জীবনের নদীতে জেগেছে আজ চর
পিছনের স্মৃতিগুলো করেছে মনে ভর।
মনের খেয়ায় আজ নেই কোন মাঝি
মুছে গেছে এজীবনের যত ছিল বাজি।
মনের রাজপথে খেলেছ তুমি পুতুলখেলা
আর আমার ভালবাসাকে করেছো অবহেলা।
মনের খেয়া আজো তাই রয়েছে স্থির
যন্ত্রণা নামের ব্যাধিটি করেছে মনে ভিড়।
জানিনা উঠবে কখন মনের গাঙে ঝড়
শুরু করে দিয়ে যাবে জীবনের তোলপাড়।
তাইতো অপেক্ষায় অচেনা মাঝি নিয়ে যাবে তীরে
ফিরবে এ জীবনের গতি শুধু তাকে ঘিরে।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
৫০. অপেক্ষায়
লেখার সময়ঃ ১৭-০৪-২০০২, বুধবার, সকাল ০৮.৩০ মিঃ