নিশ্চুপ চারিধার, নিস্তব্ধ রাত্রি
দীর্ঘ রাতের পথে জেগে থাকা
আমি একা যাত্রী।
তোমারও কি অবস্থা তাই
জানালার পাশে একা বসে
ভাবছ শুধু আমায়।
সারাক্ষণ নিরিবিলি, তবু সারাদেহ ক্লান্ত
মনের মাঝে শত অনুভূতি
সর্বদায় অশান্ত।
তোমারও কি অবস্থা তাই
অস্থিরতায় কাটছে সময়
আমাকে পাবার আশায়।
অতৃপ্ত আবেগে অবুঝ মন
কল্পনার মাঝে তোমাকে ভেবে
করছে কত আয়োজন।
তোমারও কি অবস্থা তাই
ব্যাকুলতায় ঘিরে কাটেনা সময়
চাচ্ছ এ বুকে ঠাই।
অসীম আকাঙ্ক্ষায় অস্থির এ জীবন
শত পূর্ণতার মাঝেও তোমাকে
চায় সারাক্ষণ।
তোমারও কি অবস্থা তাই
জীবনের পূর্ণতা আমাকে ঘিরে
অন্য কোন চাওয়া নাই।।
সমাপ্ত
Tuesday, February 26, 2013
১০৩. তোমার ও কি তাই?
লেখার সময়ঃ ২২-০৪-২০০৩, মঙ্গলবার, রাত ০৩.৩০ মিঃ