তোমার ভাগ্যে আমি
আমার ভাগ্যে তুমি
থাকা না থাকাটা –
জান কি তুমি?
জানি না আমি
জানে শুধু ঐ ভাগ্য বিধাতা।
তোমার আমার স্বপ্ন-বাসর
ভালবাসার সীমাহীন আসর
হওয়া না-হওয়া
যাই কি বলা?
তবু থামেনা চলা
বয় জীবনের হাওয়া।
মনে জমানো কথা
জমে থাকা ব্যথা
অনুভবে আসা নাআসা –
যাই কি ভাবা?
মারবে কোন থাবা
হারাবেনা শুধু ভালবাসা।
এই কপালের অদৃষ্ট
সফল নাকি পিষ্ট
সেতো এক অনিশ্চয়তা –
বাঁচি কি মরি
না জানি কোন স্মৃতি গড়ি
ভুলে যেও তখন আমার কথা।।
সমাপ্ত
Tuesday, February 26, 2013
১০৫. অজানা কথা
লেখার সময়ঃ ১৩-০৯-২০০৩, শনিবার, রাত ১১.০০ মিঃ