Tuesday, February 26, 2013

১০০. তুমি ওগো অনন্যা

লেখার সময়ঃ ৩০-০৩-২০০৩, রবিবার, সকাল ১০.০০ মিঃ

হাজারো গুনের অপূর্ব সমাহার
তোমার মাঝে “ওগো অনন্যা”
নামের মতই ভিন্নরূপী তুমি
হয়না তোমার কোন তুলনা।

তুমি শীতের সকালে পড়া
ঘাসের উপর মুক্ত শিশির বিন্দু,
পৃথিবী জুড়ে আলোকিত করা
সূর্যের ভালবাসার সিন্ধু।

তুমি গোলাপের পাপড়ির গায়ে
হেমন্তের ভোরের কুয়াশা,
বসন্তের বাগানে সদ্য ফোঁটা
হাজারো ফুলের ভালবাসা।

তুমি গভীর রাতে আকাশের বুকে
জেগে থাকা চাঁদের জ্যোৎস্না,
হৃদয় গভীরের সর্বাঙ্গ জুড়ে যেন
প্রকৃতির কাঙ্ক্ষিত কামনা।

তুমি শত মনের শত বনে আঁকা
শত সাধনার কোন জলছবি,
তোমার মহিমায় দিশেহারা হয়ে
কবিতা লিখে চলেছে কত কবি।

তোমার শ্রেষ্ঠত্বের সঙ্গী হতে
চলেছে কত মন ভেসে,
তোমার ভালবাসার ব্যস্ততায়
জীবন ভরাবে কেউ ভালবেসে।।

সমাপ্ত