Wednesday, February 27, 2013

৪৫. একটি স্মরনীয় দিন – ২১শে অক্টোবর, ২০০১

লেখার সময়ঃ ২১-১০-২০০১, রবিবার, রাত্রি ১২.৩০ মিঃ

এটাই কি মন
সকালে উঠে, প্রতীক্ষায় পথ চাওয়া।

এটাই কি বন্ধুত্ব
দশটা বাজতেই, সবাই একত্রে হওয়া।

এটাই কি আড্ডা
চাইনিজে বসে, মিষ্টি মধুর কথা বলে যাওয়া।

এটাই কি নিয়ম
নয়জন বসে, এটা ওটা অর্ডার দেওয়া।

এটাই কি ঘনিষ্ঠতা
একে অপরকে, তুলিয়ে দিয়ে খাওয়া।

এটাই কি উপহার
কারও জন্মদিন জানিয়ে, মেঘ না চেয়ে বৃষ্টি পাওয়া।

এটাই কি আগ্রহ
রিক্সায় চড়ে, পার্কে অবস্থান নেওয়া।

এটাই কি ভালবাসা
পর্যায়ক্রমে, একে অপরের সাথ দেওয়া।

এটাই কি আনন্দ
একত্রে বসে, কবিতা-গল্প-গান গাওয়া।

এটাই কি উদারতা
সবার মনে, সময়কে না করা ধাওয়া।

এটাই কি অন্তরঙ্গ
খোলামেলা বাক্যে, মনে কিছু না লওয়া।

এটাই কি গভীরতা
পার্কে বসে, ফিরে যেতে না চাওয়া।

এটাই কি সাধ
ফিরে না এসে, শুষ্ক এটা ওটা খাওয়া।

এটাই কি সেদিন
কল্পনার মাঝে, যা ছিল অবাস্তব পাওয়া।

এটাই কি জীবন
সান্ধ্য সাঁঝে, একে অপরের কাছ থেকে হাওয়া।।

সমাপ্ত