Wednesday, February 27, 2013

৬০. আমি হারিয়ে যাব

লেখার সময়ঃ ২৫-০৫-২০০২, শনিবার, রাত্রি ০৯.০০ মিঃ

আমি হারিয়ে যাব ঐ সীমানায়
যেখানে আকাশ ছুঁয়েছে ধরণী,
থাকবেনা এই শহরের কোলাহল, নিয়ে
মনে শুকনো পাতার মর্মর ধ্বনি।

আমি হারিয়ে যাব ঐ রাজ্যে
যেখানে দুঃখ শুধু করে বিচরণ,
খুজবোনা কখনও সুখের ঠিকানা, নিয়ে
তোমার অবহেলায় আহত মন।

আমি হারিয়ে যাব ঐ কল্প-পুরীতে
যেখানে বসে ভাবব শুধু তোমার কথা,
থাকবেনা কোন কিছু পাবার আকাঙ্ক্ষা, নিয়ে
তোমাকে না পাবার বিরহের ব্যথা।

আমি হারিয়ে যাব ঐ গর্ভে
যেখানে জীবনের শেষ লক্ষ্য,
খুজবোনা কখনও আবেগের শিহরন, নিয়ে
নিশ্চল এদেহ আর অন্ধকার একটি কক্ষ।

সমাপ্ত