তোমার দুঃখে
গাছের পাতা নড়া তো বন্ধ হয়নি
তোমার চঞ্চলতা কেন বন্ধ হবে?
তোমার কষ্টে
পাখিরা তো গান থামায় নি
তোমার মুখের হাসি কেন থামবে?
তোমার ঘৃণায়
জোনাকির আলো তো নিভে যায়নি
তোমার মাঝে কেন ঘৃণা থাকবে?
তোমার হতাশায়
সূর্যের তাপ তো এতটুকু কমেনি
তোমার আকাক্ষা কেন কমবে?
তোমার বেদনায়
চাঁদ জোছনা দেওয়া তো বন্ধ করেনি
তোমার মনকে কেন কষ্ট দেবে?
তোমার ভালবাসায়
নদীর স্রোত তো একটু থমকে দাড়ায়নি
তোমার জীবন কেন থমকে দাঁড়াবে??
সমাপ্ত
Wednesday, February 27, 2013
৬৬. মনে রেখ
লেখার সময়ঃ ২৪-০৬-২০০২, সোমবার, রাত্রি ১২.৩০ মিঃ