Tuesday, February 26, 2013

৩৫. অনুভবে তুমি

লেখার সময়ঃ ১৩-০১-২০০২, রবিবার, সকাল ০৯.০০ মিঃ

আমার ভাবনার সাগরে তুমি উত্তাল ঢেউ –
তোমার আঘাতে ভাঙ্গে আশার পাড়
ঘৃণার গভীরতায় ডুবে এ মনের নাও,
তোমার গতি দেয় বুকে প্রশান্তি
নাগাল তার না পায় যেন কেউ।

আমার নীল বেদনায় তুমি জাদুর তুমি –
তুমিই পার আরও নীল রঙে ভরে দিতে
আবার মুছে দিতে পার মনের সকল ধূলি,
পারলে রাঙ্গিয়ো আমাকে নতুন করে
অতীতের সকল ব্যথিত স্মৃতি ভুলি।

আমার বিষণ্ণ দিন শেষে তুমি প্রশান্ত রাত –
অনুভবে জেগে থাক বিরহের করুন সুরে
তোমার নীরবতা করে শুধু আঘাত,
হৃদয়ে আমার বৃষ্টি ঝরে যায়
তবু অপেক্ষায়, রাখবে কখন এই হাতে হাত।

আমার ভালবাসার আকাশে তুমি এক ধ্রুবতারা –
লক্ষ তারার চেয়ে রয়েছ এমনে উজ্জ্বল
তোমার দর্শন ছাড়া আমি সদা দিশেহারা,
আমার স্বপ্ন সাধনের প্রেরণা তুমি
হারালে কখনও আমি যাব মারা।।

সমাপ্ত