ভালবাসা নয়, সেতো পাগলামি
দুটি হৃদয় হয় - বিপথগামী।
জানে নাতো কেউ, কোন আকর্ষণে
ছুটে যাই একে - অপরের পানে।
পায়না ভেবে কেউ, এ কোন সৃষ্টি
ফিরানো যায়না - তাদের এই দৃষ্টি।
বাবা-মার শাসন, নয়তো কিছু
পরিবেশ লোকজন – করুক-না পিছু।
থাক না যতই, মান অভিমান
দুটি হৃদয় করে – পরস্পরকে দান।
জীবনের প্রতিক্ষণে, প্রতিটি বাঁকে
দু’জনে শুধু – দু’জনার থাকে।
জীবন দিতে পারে, পরস্পরের কাজে
অপবিত্রতা ঠাই - পায়না তাদের মাঝে।
আবেগ-উত্তেজনা, সংবরণের কৃষ্টি
ভালবাসার ফলকে - করে আরও মিষ্টি।
এভাবে একদিন, সব বাধা পার করে
বাসা বাধে দু’জনে - কোন এক ঘরে।
অপেক্ষা করে তারা, পাই যে ফসল
ভালবাসা মহৎ - সে তাইতো অটল।।
সমাপ্ত
Tuesday, February 26, 2013
৩১. ভালবাসা
লেখার সময়ঃ ০৯-১২-২০০১, রবিবার, সকাল ০৫.০০ মিঃ