পঞ্চাশটি বছর পেরুল তোমার
তবু পাকলো-নাতো কোন চুল,
অবলম্বন ছাড়ায় চলেছ আজো
কর নিতো তুমি কোন ভুল।
তবে আমরা কেন নিশ্চুপ আজো
কৃতজ্ঞতা ঠিকমত করিনা স্বীকার,
তোমার ঐতিহ্য অজানা এখনও
দিবে মোদের কোন ধিক্কার।
এ জাতির মঙ্গলে তুমি
করনি কখনও ভুল-ভ্রান্তি,
তোমাকে স্মরণে, এ জাতির মনে
তবে কেন আজ ক্লান্তি।
তোমার ত্যাগ তোমার শক্তি
দেখিয়েছ যে বলে,
জাতিরই কর্মে ঐতিহ্য তোমার
যাচ্ছে দিন দিন রসাতলে।
দেখিয়েছ স্বপ্ন দিয়েছ ভাষা
পেয়েছি তাই কষ্টের স্বাধীনতা,
সেই কষ্টের বড়ায়ে জাতি
আনছে বয়ে আজ হীনতা।
পঞ্চাশ বছর পূর্তিতে তোমার
জানি মোদের স্মরণ সার্থক নয়,
তাইতো এই দিনটির মহিমায়
যত ভুল সব ক্ষমা চাই।
তোমাতেই আজ কথা বলি
তোমাতেই যত অস্তিত্ব আছে মিশে,
এই জাতি বেঁচে আছে তোমার কারণে
ও আমার “অমর একুশে”।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
৩৮. তোমার স্মরণে
লেখার সময়ঃ ২১-০২-২০০২, বৃহস্পতিবার, রাত্রি ১০.০০ মিঃ