দু’চোখে পাহাড়ের বারিধারা
দেখবে যদি এসো,
ঝর্ণা ভেবে মন জুড়ালে
একটু ভালবেসো।
দেহের কোথাও রক্তক্ষরণ
যদি কখনও দেখ,
আনন্দক্ষনে রঙের খেলা ভেবে
একটু সোহাগ মেখো।
মনটা যদি দুঃখে ভরে
পাথর ভেবে নিও,
ইচ্ছে হলে আঘাত করো
নয়তো, একটু আদর দিও।
জীবনটা আঁধারে ডুবতে বসেছে
উপলব্ধি যদি করিও,
চোরাবালি ভেবে চুপ থেক
নয়তো, হাতটা একটু ধরিও।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
৭১. একটু আশা
লেখার সময়ঃ ০৭-০৮-২০০২, বুধবার, সকাল ০৬.৩০ মিঃ