Wednesday, February 27, 2013

৫৭. হায়রে মানুষ

লেখার সময়ঃ ২৮-০৪-২০০২, রবিবার, সকাল ১০.০০ মিঃ

হায়রে হায়! মানুষ ভাই
আমি বড়, আমি বড়,
ধরা পড়লে কর্মদোষে
হয়ে যায় জড় সড়।

নিজের স্বার্থে কর্ম করে
থাকেনা তখন হুশটা,
অন্যের কর্মে করে মাতামাতি
ভাবেনা নিজের দোষটা।

দুর্বলতাকে ঢেকে রাখে
মুখের কথার পিছে,
ঊর্ধ্বপানে ছুটতে চাই সে
অন্যকে চেপে নিচে।

কখনও দেয় মিথ্যে সান্ত্বনা
মনের হিংসা ছাপিয়ে,
কখনও নিজ দুর্বলতাকে দেয়
অন্যের উপর চাপিয়ে।

অন্যের সুখ নিজের চোখে
পারেনা কখনও মানতে,
কি যে ব্যথা কারও মনে
চায়না কখনও জানতে।

নিজ ভাবনার উপরে কারো
করেনা কিছু তুল্য,
দিলে উপদেশ, নেই কোন রেশ
পায়না তার কোন মূল্য।
মুখে ভালবেসে কেটে পড়ে
ফুরালে পারে স্বার্থপরতা,
ভালবাসার প্রতিদানে আঘাত করে
বুঝেনা মনের ব্যর্থতা।

মহৎ হৃদয়ে, মহৎ কর্মে
ফিরবে জ্ঞান নাকি থাকবে বেহুঁশ
মাঝে অনুতপ্ত মন বলবে শুধু
হায়রে মানুষ! হায়রে মানুষ!!

সমাপ্ত