Wednesday, February 27, 2013

৪৭. আমার বন্ধুত্ব

লেখার সময়ঃ ১১-০৩-২০০২, সোমবার, সকাল ১০.৩০ মিঃ

বন্ধুত্ব মানে কিছু স্বপ্ন
কিছু স্মৃতি, কিছু আশা,
তাইতো আমার বন্ধুত্বের প্রতি
জীবনের অধিক ভালবাসা।

বন্ধুত্বে আছে আকাশের মত
ভরসার শীতল ছায়া,
জীবনের বাঁকে সুখে-দুঃখে
অপরের প্রতি মায়া।

বন্ধুত্বের মাঝে সতেজ থাকে
বিশ্বাসের পূর্ণ নীতি,
ঘৃণ্য-মন্দ কোন আচরণ
জমাতে পারেনা ভিড়।

বন্ধুত্বের মাঝে থাকে তবুও
ঝর্নার সুখের দোলা,
স্রোতের গায়ে গা ভাসিয়ে
দুষ্ট-মিষ্ট কথা বলা।

বন্ধুত্বে হাজারো স্বপ্ন
মনের মাঝে আঁকা,
এমনটি নয় যে সব স্বপ্ন
বাস্তবে দিবে দেখা।

জীবন চলার পথের মাঝে
তাইতো বন্ধুকে চাই,
দুখ-হতাশা-কষ্ট যেন
না পাই এ মনে ঠাই।

বন্ধুকে সদা ভাবি আমি
সঠিক জীবনের সাথী,
শত বেদনার মাঝেও বন্ধুকে
হৃদয়ে গেঁথে রাখি।।

সমাপ্ত