Thursday, February 28, 2013

৮৫. জানিনা কেন এমন

লেখার সময়ঃ ৩১-১২-২০০২, মঙ্গলবার, রাত্রি ০১.০০ মিঃ

ভেবনা তুমি কখনও ডাকব তোমায়
চাইব তোমার কাছে জীবনের মান,
তীরহারা নদীতে সুখের খেয়ায় চলে যাও
ভেবনা কখনও আমি দেব তোমায় পিছুটান।

সামনে তোমার আলো-আঁধার
করে যাবে শুধু খেলা,
ফিরে পাবেনা জীবনের অতীত
পাবেনা সেই সুখের মেলা।

ক্রান্ত হবে তুমি পথের মাঝে
মনটা হয়ে যাবে বিষণ্ণ,
ধৈর্যহারা হয়ে পাগল হবে তুমি
শুধু একটু ভালবাসার জন্য।

পাবেনা আমায় কাছে, রবেনা কেউ আগে পিছে
জানিনা জীবনটা কেন এভাবে বদলায়,
তাই, কখনো আর ভেবনা তুমি
পূর্বের মত করে কাছে পাবে আমায়।।

সমাপ্ত