Thursday, February 28, 2013

৭৩. চলে গেছ তারপর

লেখার সময়ঃ ২৮-০৯-২০০২, শনিবার, রাত্রি ১১.০০ মিঃ

তুমি চলে গেছ তারপর -
জীবনের হাওয়া গেছে থেমে,
তুমি চোখের আড়াল হলে
জীবনের চাঁদ গেছে আঁধারে নেমে।

তোমার ভালবাসা দিয়ে গড়া
কৃষ্ণচূড়া রঙে রাঙানো হৃদয়
হারিয়েছে আজ ভাষা,
তাইতো অকালে ঝরে চলেছে
কুঞ্চিত গোলাপ কুড়ির মত
মন মণিকোঠার যত আশা।

ভালবাসার নরম স্পর্শ তোমার
পাইনা খুঁজে বৃষ্টির পানিতে,
তোমার রাগ অভিমানের তেজ
পাইনা খুঁজে আগুনের বানীতে।

জীবনের প্রতি মুহূর্তের তাগিদে
ফিরে পেতে চাই তোমাকে
খুঁজছি তাই তোমার ঠিকানা,
ফিরে কি আসবে কখনও
নাকি হারিয়েছ – এ জীবনে চিরতরে
আর কখনও দেখা হবে না।

সমাপ্ত