Thursday, February 28, 2013

৭২. মাগো তোমার সুখে

লেখার সময়ঃ ১৩-০৮-২০০২, মঙ্গলবার, সকাল ০৯.০০ মিঃ

মাগো, তোমার কথা আজ
খুব বেশী মনে পড়ে –
তোমাকে সুদুরে রেখে এসে
তোমার স্নেহের আঁচল ছেড়ে,
জীবনের তাগিদে পড়ে আছি
কোলাহলের ব্যস্ত নগরে।

যানবাহন আর কারখানার মত
আর্তনাদ করে শুধু মনটা –
স্নেহের পথে ট্রাফিক সিগনালে
স্তব্ধ হয়ে উঠে প্রাণটা,
তবুও চলেছি হাইওয়ে ধরে
পেতে এ জীবনের মানটা।

মানুষ ছুটছে পিপীলিকা হয়ে
লক্ষ্যে যাচ্ছে কতরূপে সেজে –
কাটছে সময় হাসি উল্লাসে
আবার কখনও হতাশার মাঝে,
এর মাঝে আমি কর্মের মাঝে
ফিরি তোমার সুখ খুঁজে।

দোয়া করো মাগো আমার লক্ষ্য
যাইনা যেন কখনও সরে –
তুমি আশার কূলে দাঁড়িয়ে
থাক সদা সুখের ঘোরে,
দুঃখের মাঝে হারালে তোমায়
যাব আমি তক্ষনি মরে।।

সমাপ্ত