মাগো আমায় রাখছ কেন-
আঁচল দিয়ে ঢেকে,
আদর করছ স্নেহ করছও
বারবার ডেকে ডেকে।
আমি কি এখনো রয়েছি তোমার
সেই ছোট্ট খুকো
তবে কেন আমায় এখনও
খোকা বলে ডাকো।
মাগো আমি বড় হয়েছি
আরও মস্ত বড় হব,
বড় হয়ে আমি তোমার
সুখ খুঁজতে যাবো।
মা বলে- “আমার পাগল
কি যে কথা বলে,
এমন কথা ভাবে যে খুকো
তারে কি বড় বলা চলে।
মায়ের কাছে ছেলে কি কখনো
বড় হয়রে সোনা-”
বলিলাম আমি, সে কথাটি মাগো
নাই তো আমার জানা।
শিশু ছিলাম ভালো ছিলাম
ছিলাম তোমার কোলে,
কত ব্যথা-বেদনা সহ্য করে
রেখেছিলে স্নেহ-জালে।
এই বিশ্বের মাঝে সবচেয়ে মহৎ
কারও না থাকে জানা,
উচ্চ কন্ঠে জানাবো আমি
সে যে জাতি “মা”।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
০১. জাতি “মা”
লেখার সময়ঃ ১৫-০৬-১৯৯৭, রবিবার, রাত ০৮.৩০ মিঃ