Wednesday, February 27, 2013

৪৬. প্রিন্সেস ডায়না

লেখার সময়ঃ ২১-০১-২০০২, সোমবার, সকাল ০৯.৩০ মিঃ

আমার মনের ময়না,
তোকে কাছে কেন পায়না?
তুলনা যে তোর হয়না।

তুই ছাড়া কিছু চাই না,
তোর কাছে আমার বায়না –
সম্পর্ক যেন ছিন্ন হয়না,
ভালবাসার সীমা বোঝানো যায়না।

তোর যাওয়া প্রাণে সহে না,
মনটা আর এখানে রহে না-
এখন কি করবো তুই বলনা?
থাকতে যে আর পারিনা।

যেতে দিতে ইচ্ছে হয়না,
তুই কি আর আসবি না?
আমাদের মনে রাখবি না?
কেন মনকে বুঝাতে পারিনা-

চোখের আড়ালে মনের আড়াল হয় না,
মনের ব্যথা কাউকে বোঝানো যায় না।
তুই যে আমার হৃদয়ের আয়না,
তোকে বানাবো আমি প্রিন্সেস ডায়না।।

সমাপ্ত