Wednesday, February 27, 2013

৬৭. কে তুমি

লেখার সময়ঃ ০৩-০৮-২০০২, শনিবার, সকাল ০৭.৩০ মিঃ

কে তুমি, আমার ঘুমের ঘোরে
স্বপ্নচারিনী হয়ে –
সারাক্ষণ জ্বালাতন করে যাও।

কে তুমি, আমার আশার দ্বারপ্রান্তে
মরীচিকা সেজে –
শুধু ব্যর্থতা বয়ে দাও।

কে তুমি, আমার দুঃখের সাগরে
সুখের পাল তুলে –
দাড় বেয়ে পথ পেরিয়ে যাও।

কে তুমি, আমার মনের মাঝে
উঁকি মেরে –
করে যাও শুধু ছলনা।

কে তুমি, আমার দুর্বলতায়
আঘাত করে –
দেখাও কাছে এসে ললনা।

কে তুমি, আমাকে এত কষ্ট দাও
কিন্তু, আমিও তো মানুষ –
এ কথাটি কখনও ভুলনা।।

সমাপ্ত