মানুষ ভুলে অতীতের
দুঃখ-বেদনা, হতাশা কান্না
থেকে যাই শুধু তার স্মৃতি,
আবেগের সহানুভূতিতে
থেকে যায় ভালবাসা চাপা
বাড়েনা কারো সাথে প্রীতি।
গভীর মনের মাঝে থাকে
চাঁদ ঢাকা আঁধারের ঘনঘটা
পাইনা তার কেউ সীমানা,
ব্যথার শিকলে জড়ায়ে- পাইনা
কষ্টের কারাগার থেকে মুক্তি
নিজের ভুলটা থেকে যায় অজানা।
অন্যের সুখের পাহারা দেয়
শ্যাওলাধরা মানুষের মন
ভাবেনা জীবন রশির পিছুটান,
মনের আড়ালে মরচে পড়ে
ঠিকানার গভীরে যায়না ভাবনা
অবশেষে হারায় জীবনের মান।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
১০২. মনের অন্ধকার
লেখার সময়ঃ ০২-০৪-২০০৩, বুধবার, রাত ১২.০১ মিঃ