Wednesday, February 27, 2013

১৩৪. ময়না-পাখি

লেখার সময়ঃ ০৪-১১-২০০৬, শনিবার, রাত্রি ০১.৩০ মিঃ

ওরে আমার ময়না-পাখি
মায়াভরা তোর মুখ,
জীবন যুদ্ধের একটু আঘাতে
পাস কেন তুই দুঃখ।

দুঃখ ভুলে, দুঃখকে ঠেলে
সরিয়ে দে সব জীবনের ভয়
আমাকে হারিয়ে, স্বপ্নটা মাড়িয়ে
করিসনা তুই হায় হায়।

ওরে আমার চাঁদের কণা
আঁধার সরিয়ে তুই উঠনা,
জ্যোৎস্না ছাড়িয়ে, নিজেকে হারিয়ে
আমার মাঝেতে ছুটনা।

সুখের সবে, আমাকে ভেবে
সারাক্ষণ তুই হাস না,
সবকিছু ভুলে, চোখ দু’টো খুলে
সুখের সাগরে ভাস না।

ওরে আমার লক্ষীসোনা
লক্ষ্মী হয়ে বাঁচ জীবনে,
অসীম সুখের সন্ধানে কভু
ভর করে বস এমনে।

ভালবাসিস, ভাল থাকিস
ভালবাসাটাকে আঁকড়ে রাখিস,
জীবন হতাশার যে কোন বাঁকে
আমার সান্ত্বনা অঙ্গে মাখিস।

জীবনের বাঁকে, অলসতার ফাঁকে
রাখিস আমায় করে আয়না,
দুটি কথা বলিস, এই ভেবে চলিস
তুই যে আমার পাখি-ময়না।।

সমাপ্ত