Wednesday, February 27, 2013

৫৪. হারানো স্মৃতি

লেখার সময়ঃ ২০-০৪-২০০২, শনিবার, সকাল ০৮.৩০ মিঃ

চেনা চেনা মনে হয়
তবু কেন অচেনা,
পাশ দিয়ে চলে গেলে
একবারও ফিরে চাইলেনা।

তুমি আমার অচেনা
মন একথা যে মানেনা।

হতে পারে কোন ফাঁকে
দেখেছি এক পলক তোমাকে-
অল্পক্ষণের সেই দেখা
এমনে কেটেছে রেখা।

ভুলব কি করে তোমায়
চাইলেই কি তা পারা যায়।

সারাক্ষণ চোখে ভাসে
শুধু তোমারই ছবি,
তোমায় কখনও পাশে পেলে
উঠবে আঁধার মনে রবি।

এমনের গভীর ভাবনায়
তোমার মুখখানি জেগে রয়।

জানিনা ভাগ্যে আছে কিনা লেখা
অস্থিরতা মেটাবে তোমার দেখা,
মনে উঠেছে তাই সংশয়
খুঁজে তোমায় পাব কোথায়-

তারপর যেদিন পড়লাম মুখোমুখি
দু’জনার দুটি চোখে হল দেখাদেখি-

ফিরে এলো সেই স্মৃতিগুলো
তুমিই ছিলে আমার প্রিয়জন।
তোমার দেয়া ব্যথায় ভুলেছিলাম সব
স্মৃতি হারিয়েছিল এমন।।

সমাপ্ত