ঐ মিষ্টি মুখের মিষ্টি হাসি
অমন করে হেস না,
আর কখনও অমন করে
আমায় ভালবেসো না।
ঐ বাঁকা চোখের চাহনি দিয়ে
অমন করে আর দেখ না,
তোমার হৃদয় কাননে কখনও
আমার যন্ত্রণা মেখো না।
ঐ সুউচ্চ নাকটি দিয়ে
আমার দুঃখের ঘ্রাণ নিও না,
তোমাকে ভালবাসার অধিকারটা
ফিরিয়ে কখনও দিওনা।
ঐ শোভিত কর্ণ দ্বারা
আমার হাহাকার শুনিও না,
আমায় ভালবেসে ফিরিয়ে দিয়ে
অপেক্ষায় দিন গুনিও না।
তোমার ঐ হাতদুটো দিয়ে
আমায় কখনও জড়িও না,
আঘাতে আমায় নিঃস্ব করে
মনটা কখনও মারিও না।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
৪২. তোমার কাছে চাওয়া
লেখার সময়ঃ ০৭-০৩-২০০২, বৃহস্পতিবার, রাত্রি ০৯.০০ মিঃ