Wednesday, February 27, 2013

১১৭. তুমি আমার

লেখার সময়ঃ ২১-১০-২০০৩, মঙ্গলবার, সকাল ০৬.০০ মিঃ

তুমি আমার প্রেমের সমাধি
প্রেমিক মনের ডাকে,
করতে পারি বিশ্বকে জয়
পাশে পাই যদি তোমাকে।

তুমি আমার পরম পাওয়া
জীবনের ক্ষণস্থায়ী বাঁকে,
আকাশের মত ছায়া হয়ে
সারাক্ষণ ভাবনায় থাকে।

তুমি আমার হৃদয়ের স্পন্দন
ভালবাসি শুধু তোমাকে,
বুকের মাঝে হাহাকার যন্ত্রণা
বজ্রের মত হাঁকে।

তুমি আমার কবিতার উৎস
প্রতিটি ছন্দের ফাঁকে,
চলে গেলে দূরে দু’নয়ন ভরে
দেখব আমি কাকে??

সমাপ্ত