একদিন তোমায় পাব খুঁজে
মনে ছিল এই আশা,
আজ তোমায় কাছে পেয়ে
পূর্ণতা পেয়েছে ভালবাসা।
কোন কাজে মন বসেনা
যাও যদি দূরে কোন ক্ষণে,
মাতির দেহে পাথর হৃদয়
সময় কাটে গুনে গুনে।
তোমার নির্বাক উদাসীন মন
হৃদয়ে তোলে বৈশাখী ঝড়,
একটু হাসি উৎসাহ যোগায়
জীবনের সিঁড়ি পারাবার।
তোমার মিষ্টি মুখের বানী
লাগে অপরূপ ছন্দ,
শুনিয়ে যেও সারাটি জীবন
ভুলিয়ে মনের দ্বন্দ্ব।
হাজারো ব্যথাতে একটি কথাতে
আঁধারে উঠে যে সূর্য,
তোমার মুখের একটু সান্ত্বনায়
মরণেও পাব ধৈর্য।
ফুলের বাসরে মনের আসরে
যদি কর আমায় গণ্য,
মন বাগানের রক্ত গোলাপটা
ফুটবে তোমারি জন্য।
অবহেলা করে যাও যদি দূরে
বাঁকিয়ে নয়নের মণি,
শীতের ছন্দে মনেতে বাজবে
শুষ্ক পাতার ধ্বনি।
তুমি ছাড়া অসহায় মনের
হবে নাকো মুক্তি,
তুমিই পারো মেটাতে সব
এ জীবনের তৃপ্তি।
সবচেয়ে আপন-করে তোমায়
কাছে পেতে চায়,
বুকে ধরে রাখবো আজীবন
নাও যদি বুকে ঠাই।
ভালবেসে যদি কর আমায়
সুখের রাজ্য পার,
তোমায় নিয়ে সবার কাছে
করব অহংকার।
বুকের ভালবাসা উজাড় করে
করো যদি অবদান,
সেই অবদান করবে মোদের
জীবন চলার সমাধান।
তুমি আমার নব জীবনের
উজ্জ্বল চাঁদের আলো,
ভালবেসে তোমায় মন ভরেনা
বাসতে চাই আরও ভালো।
তোমায় নিয়ে ছন্দের ভুবনে
লিখি কবিতা-গান,
ব্যাকুলতায় দেখা পেলেই
জুড়ায় যে মন-প্রাণ।
সুখে-দুঃখে হতাশায় যদি
তোমার সঙ্গ জাগে,
ভালবাসার রাজ্যে অমর হয়ে
থাকবে তুমি আগে।
আমার কাছে প্রিয় তুমি
যতটা না এই প্রাণটা,
তুমি পাশে থাকলে পারে
পাব প্রকৃত সুখটা।
ওগো প্রেয়সী, চুপ তবু কেন
এত কিছুও জেনে,
ভালবাসার আবেগে দুটি হাতে জড়িয়ে
নাওনা বুকে টেনে।।
সমাপ্ত
Wednesday, February 27, 2013
১২১. তোমার সঙ্গ
লেখার সময়ঃ ৩০-১০-২০০৩, বৃহস্পতিবার, সকাল ০৮.০০ মিঃ