Thursday, February 28, 2013

১২৫. তবু যদি যাও

লেখার সময়ঃ ১৪-০১-২০০৪, বুধবার, সকাল ০৮.০০ মিঃ

তুমি আমার আকাশের চাঁদ
দু’নয়নের তারা,
তবু যদি যাও- দূরে সরে
যাই কি বাঁচতে পারা?

তুমি আমার বুকের প্রশান্তি
সুখে শান্তির নীড়,
তবু যদি যাও- ভালবাসা দিয়ে
জমবে মনে অপেক্ষার ভিড়।

তুমি আমার দু’বাহুর শক্তি
মুখের সার্থক বুলি,
তবু যদি যাও- ব্যথা দিয়ে
বলনা কিভাবে চলি।

তুমি আমার হৃদয়ের স্পন্দন
পথে চলার ছন্দ,
তবু যদি যাও- ফেলে আমায়
দেহ-মন বাধাবে দ্বন্দ্ব।

তুমি আমার চোখের ইশারা
এ কপালের রেখা,
তবু যদি যাও- লোভ-বশে
বিদায়, আর হবেনা দেখা।

তুমি আমার কল্পনার শেষ
সুখের রাজ্যের রানী,
তবু যদি যাও- ভুলে আমায়
চাইনা আশার বানী।।

সমাপ্ত