Thursday, February 28, 2013

৫৯. তোমার আশায়

লেখার সময়ঃ ০১-০৫-২০০২, বুধবার, রাত্রি ০৮.৩০ মিঃ

গোবরে পদ্ম, ফুটেছে সদ্য
আকাশে উঠেছে তারা,
কিন্তু এ মনটা আজ
হয়েছে সঙ্গীহারা।

আজ এই মনে নেই আশা
মুখে নেই কোন ভাষা –

খাতা কলমে করি যুদ্ধ
আসেনা কোন লেখা,
তুমি কি ফিরিয়ে দেবে
এ কপালের রেখা।

কষ্টে কষ্টে দিন দিন
বেড়েছে ভালবাসার ঋণ –

চোখ দু’টি পথ চেয়ে
আসবে তুমি ফিরে,
মনের নিঃসঙ্গতা কাটিয়ে দিবে
ভালবাসার ছায়ায় ঘিরে।।

সমাপ্ত