তুমিই পার – অভিনয়ে জড়াতে
প্রয়োজনে আমাকে কাছে পেতে,
তুমিই পার আবার – সুখের দিনে
কাছ থেকে দূরে ঠেলে দিতে।
তুমিই পার – ভালবাসার প্রকাশে
ভাবনাহীন সুখে হৃদয়টা ভরে দিতে,
তুমিই পার আবার – আঘাত দিয়ে
নিজের সুখটাকে ছিনিয়ে নিতে।
তুমিই পার – নিজের স্বার্থে
সব কিছুকে কাছে চাইতে,
তুমিই পার তাই – চোখের জলে
আমার হৃদয়টা জয় করতে।
তুমিই পার – ছলনা করতে
দুঃখের প্রতিশোধ নিতে,
তুমিই পার তাই আমার সুখের
গলা টিপতে নিজ হাতে।
তুমিই পার – নিজের জেদে
অন্যের অনিষ্ঠের আনন্দ পেতে,
তুমিই পার সব – হ্যাঁ তুমিই পার
আমার মৃত্যুর কামনা করতে।।
সমাপ্ত
Thursday, February 28, 2013
৬২. তুমিই পার সব
লেখার সময়ঃ ২১-০৬-২০০২, শুক্রবার, রাত্রি ১১.০০ মিঃ