Wednesday, February 27, 2013

১০৪. বেহুঁশ মন

লেখার সময়ঃ ০৯-১০-২০০৩, বুধবার, দুপুর.০০ মিঃ

তুমিই আমার জীবন
তুমিই আমার প্রাণ
পথেই পারব কাটাতে
তোমাকে নিয়ে দিন –
তুমি ছাড়া এ জীবনের
চাইনা কোন মান।

ভালবাসি, তোমায় ভালবাসি
বুঝবে সেকথা কবে,
মিষ্টি মুখের কথাই
মন ভরাবে আর –
বুকের মাঝে জড়িয়ে নিবে
ভয় না করে সবে।
প্রথম বেলাতে, শেষ প্রভাতে
চাই শুধু তোমাকে চাই,
ভাবনার মাঝে তোমাকে ভেবে
অস্থিরতায় মরি আমি –
আমার আবেগের পূর্ণ তৃপ্তিতে
তুমি ছাড়া নেই উপায়।

পারবোনা তাই তোমার নীরবতা সইতে
অন্ধ মনের জ্বালা বুকে,
পড়ি যদি মুখে-মুখে
ঐ চোখে দুটি চোখ রেখে –
আবেগের বশে বসিয়ে দেব চুম্বন
সাড়াহীন ঐ ঠোঁট-মুখে।।

সমাপ্ত