তোমার মাঝে লুকানো কষ্ট
এমনে জাগাই ব্যথা,
তুমি কি কখনো এমনি করে
ভাববে আমার কথা।
এত দূরে বসে তোমার ব্যথায় ব্যথিত
সঙ্গ দিতে চাই আজ, এমন তোমাকে
তুমি কি তোমার দুঃখের মাঝে
একটিবার মনে করছ আমাকে।
তুমি আজ অতীত ভেবে
কাঁদছ প্রতিক্ষণে,
ভাবছ কি কোন কষ্ট এসে
কাঁদছে আমার মনে।
স্মৃতির বুকে গা ভাসিয়ে
পাচ্ছ কেন কষ্ট,
সামনে তোমার ভালবাসার সাগর
হতে দিওনা নষ্ট।
অতীত কষ্টে নষ্ট হই-ওনা
ডুবে যেওনা মিথ্যা আশ্বাসে
ভেবে দেখবে কি গভীর থেকে
বন্ধু তোমায় কতটা ভালবাসে?
সমাপ্ত
Tuesday, February 26, 2013
২৯. প্রশ্ন জাগে
লেখার সময়ঃ ০৮-১২-২০০১, শনিবার, সকাল ০৯.০০ মিঃ