Tuesday, February 26, 2013

২০. প্রকৃতির অভিমান

লেখার সময়ঃ ০৩-০৫-২০০১, বৃহস্পতিবার, রাত ০৯.০০ মিঃ

আঠারোটি বছর পার হয়ে আজ
এলো এ জীবনে বসন্ত,
মনটা তাইতো উচ্ছলতায় ভরা
তবে প্রকৃতি কেন এত শান্ত?

একি তোমার রূপের লজ্জায়
নাকি আমার গভীর ভালবাসায়,
কুড়ি হয়েছে ফুটবে ফুল
সতেজ হবে দুটি আশায়।

শত ভিড়ের মাঝে খুঁজে ফিরে
এতদিনে তোমাকে পেলাম
প্রকৃতির সাথে মিশে আছো তুমি
প্রকৃতির মতই অম্লান।

অঙ্গ-প্রত্যঙ্গ তোমার ফুটে আছে ধরণীতে
অসীম সৌন্দর্যের মত সুন্দর
ভেসে যেতে চাই, হৃদয় সাগরে ঐ
যে কোন মানব অন্তর।

পাহাড় সেতো মাথা উঁচু করে
দাঁড়িয়েছে যেন তোমার গুণের কারণে,
সাগরের স্রোত ছুটে চলেছে আজো
মিটবে তার আশা, তোমার দর্শনে।

চন্দ্রের মত উজ্জ্বল তুমি
সূর্যের মত তোমার গুণের তেজ
খুঁজছিলে কি তুমিও আমাকে
ধর নি তবে কেন বাতাসের লেজ?

তোমার ঝর্ণার সেই বারিধারা সব
করেছ আজ আমাকে দান,
তাই কি প্রকৃতি নিশ্চুপ আজ
করেছে তারা অভিমান।।

সমাপ্ত